Zabda — Peanut butter

ইতিহাস সাক্ষী– ‘জাবদা’-র মতো খুব কম পণ্যই এতটা করুণভাবে সরোবর প্রোডাকশন টিমকে ভুগিয়েছে।

ভারী আর আঠালো বাদামগুলোকে প্রসেস করতে গিয়ে একের পর এক ফুড প্রসেসর নষ্ট করা হলো। কখনও প্লাস্টিক ক্ষয়ে যায় তো কখনও ব্লেড ভেঙে পড়ে; কারিগুতি করে সেসব জোড়াতালি দেয়া মাত্রই আবার হয়তো দেখা গেলো মোটর জ্বলে গিয়ে ধোঁয়া বের হচ্ছে ক্ষতরনাক ভাবে।

যাই হোক, সেসব পুরানো দিনের বেদনা। নতুন কথায় আসি।

নিজেদের তৈরি ফুড প্রসেসর–‘টাইগার’ কে দিয়ে পরম যত্নে, অতি আদরের সাথে একেকটি ‘জাবদা’ তৈরি করে বিজয়ীর হাসি হাসেন এখন সরোবরের কর্মীরা।
আলহামদুলিল্লাহ।

আমাদের এই অতি ব্যস্ত জীবনটায় ‘ঝটপট খাবার’ শব্দটা শোনা মাত্রই আমরা যেসব বিষাক্ত ভাজাপোড়ার কথা চিন্তা করতে শুরু করি; জাবদা হতে পারে সেসবের মুখের উপর এক চমৎকার ‘কাড়ারা জাওয়াব’।

ফাইবার ও প্রোটিনের চমৎকার উৎস সমৃদ্ধ ৪০০ গ্রামের একটি জাবদার বোতলের দাম ৩৯০ টাকা।

অর্ডার করতে পারেন ঘরে বসেই:
https://goo.gl/mzyXfp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *