আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন আমাদের নিজেদের হাত আমাদের নিজেদের শত্রু হয়ে দাঁড়িয়েছে।
কীভাবে?
ভাইরাস বেশিভাগ ক্ষেত্রেই আমাদের নাকে কিংবা চোখে-মুখে প্রবেশ করছে আমাদের হাতকে মাধ্যম হিসেবে ব্যবহার করেই। তাই বারবার হাত ধোয়া আর পরিচ্ছন্নতার শ্লোগান আমরা দেখতে পাই যত্রতত্র-সর্বত্র।
হাতের এই শত্রুতা থেকে বাঁচতে হাত সাবান দিয়ে ভালো করে ২০ সেকেন্ড কচলানোটাই সর্বোত্তম পন্থা। কিন্তু যখন অফিস, গাড়ি কিংবা কাজের ফাঁকে থাকবেন, তখন?
তখনকার জন্য সর্বোত্তম বিকল্প হচ্ছে ন্যূনতম ৭০% এলকোহল আছে এমন কোন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে দু হাত ঘষে ফেলা। তবে ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে হাত, নখ বা তালুর কোন অংশই যেন বাদ না পড়ে।
সরোবর গতমাসের শুরুর দিকেই WHO এর নির্দেশনা মেনে সকল উপাদান ঠিকঠাক মতো একীভূত করে কিছু হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছিলো। এখনও বেশ কিছু স্যানিটাইজার আমাদের স্টকে রয়ে গেছে। অর্ডার করতে চাইলে ক্লিক করতে পারেন কমেন্টে থাকা লিংকে।